বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, আমাদের নতুন যে যাত্রা শুরু হয়েছে, সেখানে ক্রীড়াঙ্গনে যেটা দরকার- সেটা হচ্ছে একটা অরাজনৈতিক ঐক্য।
গতকাল বিকালে রাজধানীর মিরপুর পল্লবীর সিটি ক্লাব ফুটবল মাঠে জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, মেধা চর্চার সুযোগ যেন সবাই পায়। সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বের হয়ে আসে। আমাদের তরুণ যুবকরা ইদানীং ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল এখানকার জনগণের সবচেয়ে প্রিয় খেলা।
তিনি বলেন, আমি যেটুকু বুঝতে পারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ, যুবকদের রাজনীতির সঙ্গে ক্রীড়াঙ্গনে, খেলাধুলায় পরিচালনা করা। সত্যিকার অর্থেই তিনি যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, সত্যিকার অর্থেই একটা অগ্রসর, সমৃদ্ধ একটা বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকাকেই সবচেয়ে বড় মনে করেন।