বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী জিনিস? তারা ভোট দিতে পারেনি। পরপর তিনটি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। গত ১৫ বছরে ফ্যাসিস্টরা দেশের সম্পদ লুটপাটসহ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। গতকাল সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আবদুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আবদুল জব্বার ও প্রফেসর মো. ইদ্রিস মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক সহকর্মী এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। এ সময় তিনি শিক্ষকতার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্র চর্চা করি না। এখানে পরপর কয়েকবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। সহনশীলতার মধ্য দিয়ে যদি গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা গণতন্ত্র লাভ করতে পারব, অধিকার অর্জন করতে পারব। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিএনপি মহাসচিব বলেন, আমাদের ব্যর্থতা আমরা ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটি সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভোগী, আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা আবার একটি স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে, সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশকে নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করছি।
শিরোনাম
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
- চার বিভাগে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবে অব্যাহত
- কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না : পরিবেশ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
- মুখের গড়ন বুঝে হতে হবে হেয়ার কাট
- অভিনেতাসহ গ্রেপ্তার ১১, তুরস্কে বয়কট আন্দোলন
- ভাঙ্গায় কিশোর ও গৃহবধূর লাশ উদ্ধার
- গরমে মেকআপ যেন না গলে
- কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল
- পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
- বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত
- বাস-অটোরিকাশয়ার সংঘর্ষে নারী নিহত, শিশুসহ আহত ৪
- কানাডায় ভারতীয় নাগরিক খুন
- জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
- লৌহজংয়ে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মির্জা ফখরুল
প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর