এই সময়ের তারুণ্যের ক্রেজ প্রীতম হাসান। গায়ক ও সংগীত পরিচালকের পাশাপাশি মডেল-অভিনয়ে তিনি পেয়েছেন সুখ্যাতি। সব মিলিয়ে প্রীতম হাসান মানেই হিট, ধামাকা! যদিও মিউজিকের প্রতি তাঁর তেমন কোনো আগ্রহই ছিল না। ঘরভর্তি ছিল খেলনা রাইফেল, পিস্তল, বন্দুক, গুলি। ভীষণ দুষ্টু প্রীতম ছোটবেলায় হতে চাইতেন আর্মি অফিসার। কিন্তু একসময় বড় ভাই প্রতীক হাসান ও সংগীতগুরু হাবিবের অনুপ্রেরণায় হয়ে গেলেন সংগীতশিল্পী। সংগীত জগতের এই স্বল্প ক্যারিয়ারে তাঁর হিট গানের তালিকার কথা শুরু করলেই ‘আসো মামা হে’ থেকে শাকিব অভিনীত ‘চাঁদ মামা’ ধামাকা এখনো অব্যাহত রয়েছে। ঈদুল ফিতরে মুক্তি ‘বরবাদ’ সিনেমার এই ‘চাঁদ মামা’ গানটি রয়েছে এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজনসহ কণ্ঠও দিয়েছেন প্রীতম। তবে কুদ্দুস বয়াতির সঙ্গে করা ‘আসো মামা হে’ গানটি দিয়ে প্রীতমকে সবাই চিনতে শুরু করে। প্রীতম মনে করেন, এই গানটাই তার টার্নিং পয়েন্ট। সেই ধারাবাহিকতায় তিনি করেছেন ‘খোকা’, ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘রাজকুমার’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফ্রেন্ড-এর বিয়া’, ‘দেওড়া’, ‘মা লো মা’, ‘লাগে উরাধুরা’- যেগুলোও রয়েছে হিটের তালিকায়। প্রীতম বলেন, ‘এ গানগুলোতে আমি বাংলা সুর ব্যবহার করেছি। কারণ আমি চাই শ্রোতারা এ গান শুনে বাংলা সুরের সৌন্দর্য উপলব্ধি করুক।’ এর আগে তিনি চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। ২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি। এদিকে এই তারুণ্যের শিল্পী গানে যেমন বেস্ট, অভিনয়েও সপ্রতিভ। নাটক ও স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রে অভিনয় করেছেন একেবারে শখের বশেই। কিছুদিন আগে জয়া আহসানের সঙ্গে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। এ মুহূর্তে তিনি আলোচনায় ‘ঘুমপরী’ দিয়ে। এদিকে ফারিণের সঙ্গে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েবে সফল অভিনয়ের পর সম্প্রতি একই নির্মাতার ফিল্ম ‘তুমি আমি শুধু’তে কাজ করেছেন, যেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জেফার রহমান। তবে প্রীতমের শুরুটা হয়েছিল নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ‘৭০০ টাকা’ দিয়ে।
শিরোনাম
- পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন
- রাজারহাট বাজার যানজট মুক্ত করার উদ্যোগ প্রশাসনের
- বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
- হানিয়ার অ্যাকাউন্ট বন্ধে কষ্টে ভারতীয়রা, ভিপিএনে খোঁজ
- এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ গাড়ি জব্দে আদেশ
- স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
- এলপি গ্যাসের দাম কমেছে
- লিটনকে অধিনায়ক করে আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা
- সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ‘ভুল সংবাদ’ প্রচারে প্রেস উইংয়ের নিন্দা
- নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে অদক্ষ লোক তৈরি হবে : প্রাথমিক উপদেষ্টা
- ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি
- যেসব কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর-পরাহত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
- ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে’
- কলাপাড়ায় মানবপাচার রোধে করণীয় শীর্ষক কর্মশালা
- নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি
- ব্র্যাক ইউনিভার্সিটিতে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং উদ্বোধন
- বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া : আমীর খসরু
ট্রেন্ডিংয়ের শীর্ষে প্রীতম
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর