দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা সিরিজের নতুন ছবি এসেছে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মুক্তির পর বক্স অফিস মাতিয়ে চলা ছবিটি দেশে মুক্তির খবরে নড়েচড়ে বসেছেন বাংলাদেশের ভক্তরা। গতকাল (সোমবার) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে কাঙ্ক্ষিত এ ছবি। একই দিনে আরও একটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো, আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।