নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় ভূমিকম্পের আতঙ্কে ৭ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ভূমিকম্প হলে আতঙ্কিত হয়ে পড়েন ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে আদমজী ইপিজেডের অনন্ত ওয়াশিং লিমিটেডের ৬ জন নারী শ্রমিক ও সিম্বা ফ্যাশন লিমিটেডের ১ পুরুষ শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাস্থল থেকে অসুস্থ শ্রমিকদের প্রথমে বেপজা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়ি ফেরত পাঠানো হয়। অবশিষ্ট ৩ জনকে চিকিৎসার জন্য ৩০০ শয্যার খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
অনন্ত ওয়াশিং কর্তৃপক্ষ জানান, ভূমিকম্পে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যান। এছাড়া ফ্যাক্টরিতে কোনো ধরনের ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, আদমজি ইপিজেডের ৩ জন শ্রমিকসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ৫ জন আতঙ্কগ্রস্থ রোগী খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
বিডি-প্রতিদিন/এমই