ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার থেকে মাশাউরা পর্যন্ত একমাত্র সংযোগ সড়কটি বছরের বেশিরভাগ সময়ই দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পানির নিচে তলিয়ে যায়, ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয় কাদা-পানির স্রোত, চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। এর ফলে ওই অঞ্চলের অন্তত ২০ হাজার মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এমন করুণ অবস্থার কারণে এলাকাজুড়ে বিয়ে-শাদী আয়োজনেও জটিলতা দেখা দিয়েছে। বর-কনের যাতায়াত, অতিথিদের আগমন—সব কিছুই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দিচ্ছে।
এলাকার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বর্ষাকালে এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোমরসমান কাদা-পানির ভেতর দিয়ে ছাত্রছাত্রীদের প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে করে সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। ভেজা জামা-কাপড়ে ক্লাস করতে গিয়ে তারা নানা শারীরিক সমস্যায় পড়ছে। এর প্রভাব পড়ছে উপস্থিতি ও পড়াশোনায়।
এছাড়া রোগী পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এম্বুলেন্স বা যানবাহন না পৌঁছাতে পারায়, অনেক সময় রোগীকে মাথায় করে বা কাঁধে করে হাসপাতালে নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে অভিযোগ স্বজনদের।
বিষয়টি নিয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, ‘বর্তমানে রাস্তাটি কোনো উন্নয়ন প্রকল্পের আওতায় নেই। ভবিষ্যতে কোনো প্রকল্প হাতে নিলে সদর দপ্তরে এ সড়ক উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানো হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ