ঢাকার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় ভোলা প্রেসক্লাবের সামনের সড়কে ওই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ভোলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, শিমুল চৌধুরী, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, জামাল উদ্দিনসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ