মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুর উপজেলা সদরকে সংযুক্ত করা ঘিওর-কুস্তা, পারমাস্তুল-বিষ্টপুর, জিয়নপুর ও খলসী সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ৪টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এই সড়ক দিয়ে চলাচলকারী ২২টি গ্রামের হাজারো মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছরের টানা বৃষ্টি ও বন্যায় সড়কের বিভিন্ন স্থানে পানি জমে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। কৃষিপণ্য, ধান, চাল, আলু, পাট, ভুট্টা এবং শিক্ষার্থীদের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে হাটুসমান বালু ও বর্ষায় কাদা জমে চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, ভোটের সময়ে রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, “রাস্তার বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, কিছু বালু ফেলা হয়েছে।”
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, নারচী, পারমাস্তুল, বিনোদপুর, বিষ্টপুর, কুমুরিয়া, বেগুন নারচী, কুস্তাসহ সড়কটির উন্নয়নে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক