চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে আলমগীর হোসেন (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আলমগীর হোসেন কুতুবপুর পশ্চিমপাড়ার শামসুল মন্ডলের ছেলে। গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন জানান, রবিবার দুপুরে মাঠ থেকে জ্বালানী কাঠ আনার কথা বলে শামসুল বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফিরলে তার মোবাইলফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে গ্রামের লোকজন খবর দেয় মাঠে শামসুলের মরদেহ পড়ে আছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পরিবারের ধারণা তাপপ্রবাহে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
তিনি বলেন, সিআইডি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আলামত সংগ্রহের পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। একই সাথে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ