যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষে কুড়িগ্রামে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণের ২৫ জন বালক এবং ১৫ জন বালিকা প্রশিক্ষণার্থীর মাঝে এ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু, প্রশিক্ষক রেজাউল করিম রাজু ও আইভি আক্তার আমেনা প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণটি গত ২৭ এপ্রিল থেকে ১২মে পর্যন্ত ১৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণে জেলার বিভিন্ন বয়সের ২৫ জন বালক ও ১৫ বালিকাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম