ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে এক অবাক করা দৃশ্যের অবতারণা। ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন ঘটনাটি ঘটলো। ল্যাঙ্কাশায়ারের টেলএন্ডার ব্যাটার টম বেইলির পকেট থেকে খেলার মধ্যেই পড়ে যায় একটি মোবাইল ফোন!
মার্কাস হ্যারিসের অনবদ্য সেঞ্চুরির পর ল্যাঙ্কাশায়ারের ইনিংস যখন এগিয়ে চলছিল, তখন অষ্টম উইকেটের পতনের পর ব্যাট হাতে মাঠে নামেন টম বেইলি। প্রথম বলটি তিনি ডিফেন্ড করেন। এরপর দ্বিতীয় বলে লেগ সাইডে ঠেলে দিয়ে দুটি রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। ঠিক সেই মুহূর্তেই ধারাভাষ্যকারদের চোখ পড়ে এক অদ্ভুত দৃশ্যের ওপর। রিপ্লেতে দেখা যায়, প্রথম রানটি নেওয়ার সময় বেইলির পকেট থেকে একটি আয়তাকার বস্তু ছিটকে পড়েছে। কাছে গিয়ে দেখা যায়, সেটি আর কিছুই নয়, একটি আস্ত মোবাইল ফোন!
এমন অভাবনীয় দৃশ্য দেখে হতবাক ধারাভাষ্যকারদের একজন বিস্ময়ের সঙ্গে বলেন, ‘না, এমন কিছু আমি এর আগে দেখিনি।’
মুহূর্তের মধ্যেই এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এই ঘটনা নিয়ে মজার মজার মন্তব্য করতে থাকেন। তবে কিছু ক্রিকেটপ্রেমী আবার মাঠের মধ্যে মোবাইল ফোন নিয়ে খেলোয়াড়দের প্রবেশের নিয়মকানুন নিয়েও প্রশ্ন তোলেন। তারা জানতে চান, এই ঘটনার জন্য বেইলির কোনো শাস্তি হতে পারে কি না।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৪১.৫ নম্বর ধারা অনুযায়ী, খেলার মাঠে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বৈধ প্রযুক্তি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি সেই ডিভাইস মাঠের খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরে থাকা কোনো ব্যক্তির যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এখন প্রশ্ন উঠছে, টম বেইলি কি সত্যিই এই ধারা লঙ্ঘন করেছেন? কারণ তিনি হয়তো ফোনটি ব্যবহার করছিলেন না, শুধু তার কাছে ছিল। তবে মাঠের মধ্যে মোবাইল ফোন আনার অনুমতি না থাকায় বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে। অবশ্য, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে ফোনটি সরিয়ে নেওয়া হয়।
তবে ক্রিকেট মাঠে মোবাইল ফোন আনার ঘটনা এই প্রথম নয়। কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড একবার জানিয়েছিলেন, অ্যালান ল্যাম্ব নামের এক ক্রিকেটার ভুল করে মাঠে ফোন নিয়ে এসেছিলেন। পরে ল্যাম্ব নিজেই বার্ডের হাতে ফোনটি দিয়ে বলেছিলেন, কেউ ফোন করলে যেন তিনি ধরেন!
টম বেইলির এই ঘটনা ক্রিকেট ইতিহাসে এক নতুন সংযোজন হল, যা সম্ভবত অনেক দিন পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন থাকবে। এখন দেখার বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রিকেট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কি না।
বিডি প্রতিদিন/নাজমুল