লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রাজীব কুমারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
কর্মশালায় বক্তারা খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা নিয়ে ব্যাপক আলোকপাত করে বলেন, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। জনসচেতনতা সৃষ্টিসহ সকলের সহযোগিতায় আগামী প্রজন্মের জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মশালায় জেলার ৫টি উপজেলার ব্যবসায়ী প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ