দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে সিনহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নবাবগঞ্জে উপজেলার ভাদুরিয়া এলাকার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সিনহা (৭) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার রত্নদীঘির সুজন মিয়ার একমাত্র কন্যা। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আনিছুর রহমান রাব্বু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে পরিবারের সমবয়সী তিন শিশু বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলছিল। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু সিনহা পুকুরে পড়ে যায়। পরে অন্যশিশুরা পরিবারকে জানালে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় দলার দরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো আব্দুল মতিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি বা জানায়নি।
বিডি প্রতিদিন/জামশেদ