বাংলা নববর্ষ উপলক্ষ্যে কুমিল্লায় পাঁচ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে তেঁতুল গুড়ের শরবত দিয়ে আপ্যায়ন করা হয়েছে। সোমবার পহেলা বৈশাখে নগরীর নগর উদ্যানের জামতলায় এই আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখা এই আয়োজন করে।
নগরীর বাসিন্দা মাইন উদ্দিন আহমেদ চৌধুরী, এবিএম মাসুদ খন্দকার, মো. হাসান, ফারহানা ইয়াসমিন ও শিশু আইনুন বলেন, তেঁতুল গুড়ের শরবত বাংলার আবহমান কালের ঐতিহ্য। এটি হারিয়ে যেতে বসেছে। এটি অন্যান্য রাসায়নিক জুস ও ড্রিংকস থেকে স্বাস্থ্য সম্মত। গরমে তেঁতুল গুড়ের শরবত দেহ মনে প্রশান্তি দিয়েছে। বাসা-বাড়িতে আমরা এই শরবতের প্রচলন করবো।' এই উদ্যোগ নেয়ার জন্য তারা কোয়ান্টাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখার জ্যেষ্ঠ দায়িত্বশীল মো.রাসেল বলেন, 'আমরা প্রতি বছর তেঁতুল গুড়ের শরবত বিতরণ করি। এবারও পহেলা বৈশাখে কুমিল্লা নগরীর নগর উদ্যানের জামতলায় পাঁচ হাজারের বেশি মানুষকে আপ্যায়ন করেছি। এছাড়া কিছু প্রকাশনা এনেছি, যা মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবে।'
বিডি প্রতিদিন/মুসা