মেহেরপুর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইনসহ নগদ ৫ লাখ টকা উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় দুই লাখ টাকা। এসময় নারীসহ ৫ জনকে আটক করে যৌথবাহিনী।
আজ মঙ্গলবার সকালে এ অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তেতে মেহেরপুর শহরের শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় অভিযান পরিচালিত হয়। এসময় শহরের মল্লিক পাড়ায় চঞ্চলের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এরপর মিয়াপাড়ায় চঞ্চলের শ্বশুর মহিরউদ্দিনের বাড়ি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় ৫ জনকে আটক করাহয়। আটকরা হলেন চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০) ও নুরুল ইসলাম (৪৫)।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালদেতর মাধ্যমে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল