চাঁদপুরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার সকাল ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন। তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল