সুনামগঞ্জে অন্তত ২০ জন পথশিশুর হাত মেহদীর রঙে রাঙিয়ে দিলো শিক্ষার্থীরা। সুবিধাবঞ্চিত এসব শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এমন উদ্যোগ তাদের। এর আগের ঈদগুলোতেও একই উদ্যোগ নিয়েছিল তারা।
এদিকে, মেহদির রঙে হাত রাঙানোর সুযোগ পয়ে যারপরনাই আনন্দিত পথশিশুরা। খুশির ঝিলিক উপচে পড়ছে তাদের চেহারায়। শিশুরা জানায়, মেহদী রাঙানো হাতে ঈদের দিন অনেক আনন্দ করবে তারা।
শনিবার বিকালে শহরের রিভারভিউ পার্কে পথশিশুদের হাতে মেহদী পারানোর এই ব্যতিক্রমী আয়োজন করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স নামের একটি সংগঠন। সুবিধা-বঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে তারা।
সুবিধাবঞ্চিত শিশু মেঘনা বলে, আপুরা আমার হাতে মেহদী লাগিয়ে দিয়েছে। আমার অনেক ভাল লাগছে। ঈদের দিন অনেক মজা করব।
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের জেলা কমিটির সহ-সভাপতি নাজমুস সালেহীন জানায়, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। প্রতিবছর ঈদে আমরা তাদের নিয়ে মেহদী উৎসবের আয়োজন করে থাকি। আমাদের লক্ষ হচ্ছে, যেসকল শিশুরা ঈদে মেহদী লাগানোর সুযোগ পায় না, তাদের হাতটাকে রাঙিয়ে দেওয়া, যাতে তারা ঈদের খুশি অনুভব করতে পারে।
সংগঠনের সভাপতি শেখ উম্মে মহুয়া জানায়, ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ। মেহদী লাগানোর পরে সুবিধাবঞ্চিত শিশুদের খুশি দেখে আমরা উচ্ছ্বসিত হই।
বিডি প্রতিদিন/হিমেল