বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ সুমাইয়া আক্তারের মেয়ে সুয়াইবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদ সুমাইয়া আক্তারের পরিবার ও তার মেয়ে সুয়াইবার খোঁজখবর নেন।
এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আপনারা যেমন শহীদ সুমাইয়ার হত্যার বিচার চান, আমরাও তেমন বিচার চাই। আড়াই মাসের শিশুকে রেখে সুমাইয়া মারা গেছেন—এ বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন। তিনিই আমাদেরকে এই ঈদ উপহার দিয়ে পাঠিয়েছেন। এ শিশুটি যেন নিরাপদে থাকতে পারে এবং বড় হতে পারে, বিএনপি সব সময় পাশে থাকবে। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, সে ক্ষেত্রে এ শিশুর অভিভাবকত্ব রাষ্ট্র ও বিএনপি গ্রহণ করবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় একটি ভবনের ছয়তলায় হেলিকপ্টার থেকে ছোড়া বুলেটে শহীদ হন সুমাইয়া আক্তার। মাত্র আড়াই মাস আগে সোয়াইবা নামের একটি কন্যাসন্তানের জন্ম দেন সুমাইয়া।
উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল ও বিএনপি নেতা জিয়াউদ্দিন বিজয় প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল