যথাযোগ্য মর্যাদায় বান্দরবান পার্বত্য জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা ঘটে।
বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
পরে বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া বিভিন্ন উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম