ফেনীতে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি।
আজ বুধবার সকালে শহরের পুরাতন কারাগার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সাধারণ সম্পাদক জতন মজুমদার, আলী হায়দার মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফি উল্লাহ রিপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান লিটন, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন ফরায়েজী, সদস্য মফিজুর রহমান, সাইফুল ইসলাম ও হাবিব উল্যাহ মিয়াজীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা