মাগুরায় শিশু ‘আছিয়াকে ধর্ষণ’ ও তার মৃত্যুর বিচারের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মহিলা দলের নেত্রী তসলিমা সীমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে, সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও টিএসএফ।
রবিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খাগড়াছড়ি প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক শুভ্র দেব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল