মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। বিকালে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট মানিকগঞ সদরে ২টি ও সিংগাইরে একটি ইটভাটার বিরুদ্ধে জরিমানাসহ একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয়। সদর উপজেলার এ্যামিকা ব্রিকসকে ৩ লাখ ও একতা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিংগাইরের মেসার্স রাকমান ব্রিকস সহ ৩টি ইটভাটার একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়া ইসলাম।
বিডি প্রতিদিন/এএম