মানিকগঞ্জে একদিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
থানা পুলিশ জানান, শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তনিমা আক্তার গড়পাড়ার রানাদিয়া এলাকার মো.রফিক মিয়ার মেয়ে।
অন্যদিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের বরুন্ডী আটিগ্রাম এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (১৬) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আফসানা আক্তার মানিকগঞ্জের শিবালয়ের আরিচা এলাকার রেজাউল হকের স্ত্রী।
এছাড়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, নিহতদের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত পরিচয়ের মরদেহের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম