কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুন লেগে তিন সহোদরের তিনটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে।
ক্ষতিগ্রস্ত তিন সহোদর হলেন আনোয়ারপুর গ্রামের কৃষক রমুজ আলী, সুন্দর আলী ও শাহ আলী।
কৃষক রমুজ আলী জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সুন্দর আলীর ঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনে তিন সহোদরের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রমুজ আলী আরো জানান, তার ঘরে রাখা নগদ ২৭ হাজার টাকা, দলিলপত্র ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে গেছে।
স্থানীয় লোকজনের সহায়তায় অষ্টগ্রাম ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনটি ঘরে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিনটি ঘর পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ