নেত্রকোনার কেন্দুয়ায় খাল থেকে তারা মিয়া (৬২) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর ক্ষবিক্ষত রক্তাক্ত মরদের উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের চৌহা বিলের ব্রিজের সাঁতারখালি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারা মিয়া গত শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। পরে স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। শনিবার সকালে স্থানীয়দের খবরে খালপাড়ে গিয়ে স্বজনরা তারা মিয়ার রক্তাক্ত মরদেহটি দেখতে পান।
তারা মিয়ার স্বজন রফিকুল ইসলাম জানান, তারা মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে কেন হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবারের লোকজন। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তারা মিয়ার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের বুক পকেটে ৭/৮ শত টাকাও ছিলো। আবার বাজার থেকে স্বজনদের জন্য লুঙ্গি পাঞ্জাবি কেনা ব্যাগগুলো রয়েছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় ভয়ংকর রকমের আঘাত করে মেরেছে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম