বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, রাজনীতি কোন ব্যবসা নয়। রাজনীতি কোন ব্যবসার হাতিয়ার নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেবো। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিলো। আপনারা নেতাকর্মীরা যখন রাষ্ট্রের স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন, তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতোটা সৎ জীবনযাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি। আমরা তার উত্তরসুরী। সেই নেতার উত্তরসুরী হওয়ার পরেও গত আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন যায়গায় ব্যক্তিগত স্বার্থে যে দুর্নাম অর্জন করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আপনাদের অধিকার দিয়ে গেলাম কেউ যদি চাঁদাবাজি করে, কারও কাছ থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তাকে আপনারা প্রতিহত করুন।
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ