সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার মিরপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবে না। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। গুম, খুন করেছে। ফ্যাসিস্ট হাসিনাসহ তাদের দোসররা যেভাবে অন্যায় অত্যাচার করেছে, হামলা- মামলা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, উপজেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ