গাজায় সন্ত্রাসী, দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিষ্ঠুর গণহত্যা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ করেছে খেলাফত ছাত্র আন্দোলন।
মুসলিমদের বাড়ি ঘরে হামলাসহ অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচেিত প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। আজ শুক্রবার বাদ জোহর জেলা শহরের বড় বাজার শাহী মসজিদে নামাজ আদায় শেষে মুসুল্লিরা ওই এলাকায় সমাবেশ করেন। পরে সেখান থেকে ফিলিস্তিনদের মুক্ত করে দিতে নানা স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিলটি আখড়ার মোড় দিয়ে তেরিবাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে মসজিদ চত্বরে সমাবেশে জেলা খেলাফত ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বীন ইয়ামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা খাইরুল বাশার, মাওলানা মোস্তফা আহমাদ জিহাদি, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা হোসাইন আহমেদসহ অন্যরা।
বিডি প্রতিদিন/নাজমুল