বন ধ্বংস করবো না, উপকূল নিশ্চিহ্ন করব না, বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন,করব বন সুরক্ষা, উপকূল হবে রক্ষা, নানা স্লোগান নিয়ে আন্তর্জাতিক বন দিবস দিবস পালিত হয়েছে।
বলেশ্বর নদীর তীরে রুহিতা গ্রামে উপকূলের বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও ইউয়ুথ ফর ক্লাইমেট জাষ্টিসের আয়োজনে 'বন সংরক্ষণে উপকূলবাসীর ভূমিকা' শীর্ষক আলোচনা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে নারী পুরুষের পাশাপাশি তরুণদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
এ সময় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, সমাজসেবক মেহেদী শিকদার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উন্নয়নকর্মী অভিজিৎ মজুমদার, সোহাগ আকন, শাকিল আহমেদ প্রমুখ।
সমাজসেবক মেহেদী শিকদার বলেন, আমরা বন ধ্বংস করছি, কিন্তু এর দৃশ্যমান কোন বিচার দেখতে পাচ্ছি না।
শফিকুল ইসলাম খোকন বলেন, দেশে বনাঞ্চল রক্ষার জন্য বন আইন রয়েছে, বনবিভাগ রয়েছে, কিন্তু তা বনের তুলনায় একেবারেই নগণ্য। যে বনভূমি বা বনাঞ্চল আমাদের পরিবেশ রক্ষা করে, আমাদের উপকূল তথা দেশ রক্ষা করে, যে বন আমাদের জীবনকে রক্ষা করে সেই বন রক্ষার জন্য বনবিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে না।
বিডি প্রতিদিন/এএ