পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর নারায়ণগঞ্জ অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিজেএ অফিসের আফজাল হোসেন মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মুফতি মো. তাজুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএ’র চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তারেক আফজাল।
এছাড়াও বিজেএ’র সদস্য, কাঁচাপাট ব্যবসায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক, পাট অধিদপ্তরের কর্মকর্তা, নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিজেএ’র সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক