ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন আলম বক্সীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে উপজেলার লালপুর বায়েক গ্রাম থেকে আশুগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বিল্লাল হোসেন জানান, আটক যুবলীগ নেতা শাহীন বক্সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে থানার এসআই সানোয়ার হোসেন, মোকাদ্দেস আলী ও এএসআই হলং মারমার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিডি প্রতিদিন/আশিক