ছয় দফা দাবি জানিয়ে কারিগরি শিক্ষা অধিদফতর বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দফতরের প্রধান কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা।
বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল পলিটেকনিক ইন্সস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পুলিশ লাইন রোডের কারিগরি শিক্ষা অধিদফতর বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে কার্যালয়ের প্রধান ফটক আটকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশ লাইন সড়কের ওপর অবস্থান নিয়ে কিছু সময় বিক্ষোভ করে।
পরবর্তী সময়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সড়ক আটকে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। পরে সেখানেও স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীরা তাদের ছয়টি দাবি জানিয়ে বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে; জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইন্সস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে; ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
বিডি প্রতিদিন/কেএ