২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়, চলতি আউশ মৌসুমে জেলায় ৩ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ