নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মোঃ লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৩৮), লিটন মিয়ার ছেলে মোঃ নাহিদ আলম (২২)।
র্যাব জানায়, গ্রেফতাররা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তারা উভয়ে একই পরিবারের সদস্য। গ্রেফতার এরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে থেকে বসবাস করে আসছিল। গতরাতে গোপন সংবাদ মাধ্যমে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক