কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ লারপাড়া এলাকার শরিফুল ইসলাম সজীবকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পশ্চিম লারপাড়ার মৃত আবুল খায়েরের পুত্র।
বুধবার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজারের সদরের ঝিলংজা ইউনিয়নের আওতাভুক্ত ইসলামাবাদ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব কক্সবাজার ক্যাম্পের একটি দল। অভিযানে শরিফুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি কঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড ১২ বোর তাজা সিসা কার্তুজ ও এক রাউন্ড বার বোর কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
বিডি প্রতিদিন/আরাফাত