নদী বাঁচাও দেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে 'নদী রক্ষার দায়িত্ব ও দায়বদ্ধতা' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
তরী বাংলাদেশ’র আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, মাল্টিপার্টি এডভোক্রেসি ফোরামের সাধারণ সম্পাদক এ.বি.এম. মুমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর বাপ্পি, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ও নদী-প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৯৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে দিবসটি বিশ্বব্যপী পালিত হয়ে আসছে নদী সুরক্ষায় করণীয় অর্থাৎ নদীকৃত্য দিবস হিসেবে।
বিডি প্রতিদিন/আশিক