ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। আল আমিনের মরদেহ রাতেই বাড়িতে নেয়া হলে ভিড় জমায় আত্মীয় স্বজন ও গ্রামবাসী।
নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলনে বলে জানা গেছে।
গত ৮ মার্চ (শনিবার) ভোরে পঞ্চগড় সদরের ভিতরগড় ইউনিয়নের নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত এলাকার সুইডাঙ্গা সীমান্তে পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় অবৈধভাবে ঢুকে পড়ে আল আমিন। এ সময় ভারতের ৪৬ ভাটপাড়া বিএসএফের টহলদলের সদস্যদের গুলিতে নিহত হন তিনি। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেলে বিজিবির পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদে তিন দিন পর ফেরত দেয়া হয় মরদেহ।
গণমাধ্যমকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত