বরিশালের উজিরপুর থেকে অপহৃত এক শিক্ষার্থীকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও এ ঘটনায় কোন অপহরণকারীকে আটক করতে পারেনি র্যাব-১৪।
আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় র্যাব। যোগাযোগ করা হলে সিনিয়র সহকারী পরিচালক নাজমুল ইসলাম বলেন, কাজের সুবাদে অপহৃত শিক্ষার্থীর বাসায় যাতায়াত ছিলো নাঈম ইসলামের। বিভিন্ন সময় ঐই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিত নাঈম। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৫ মার্চ দুপুরে বরিশালের উজিরপুর শিকারপুর থেকে শিক্ষার্থীকে অপহরণ করে নাঈম ও তার দলবল। এ ঘটনায় শিক্ষার্থীর মা উজিরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/জামশেদ