পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের দুই নং রেলগেইট এলাকায় সঠিক পরিমাপে এবং সঠিক মূল্যে পণ্য সরবরাহ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এই বাজার তাদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ঢাকা সুইটমিটের মূল্য তালিকা না রাখা, দুই কেজি দইয়ের পাতিলে দেড় কেজি দেওয়ার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আনন্দ রেস্তোরাকে কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হৃদয় রঞ্জন বনিক বলেন, বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালিন সময়ে বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম