বাস মালিক-শ্রমিক ও থ্রি-হুইলার শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বরিশাল নগরীর রূপাতলী টার্মিনাল থেকে ১৭টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার বেলা ১২টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।
বরিশাল সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি জিয়াউদ্দিন সিকদার বলেন, বাস মালিক-শ্রমিকদের ওপর থ্রি-হুইলার শ্রমিকরা হামলা করেছে। এ সময় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মারধর করেছে। কিন্তু বিষয়টির দায় আমাদের ওপর চাপিয়ে দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। আগামী ১১ মার্চ বাকি টাকা জমা দেওয়ার মুচলেকা রাখা হয়েছে।
জিয়াউদ্দিন সিকদার বলেন, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এছাড়াও সড়কে চলতে গিয়ে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই শনিবার থেকে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। রবিবার সকাল থেকে তারা ধর্মঘটে যাবে।
রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় খয়রাবাদ সেতু এলাকার চেকপোস্টে আলফা মাহিন্দ্রা শ্রমিকরা বাস মালিক সমিতির লাইন সম্পাদকসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। এ ঘটনায় রূপাতলী বাস শ্রমিকরা গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে।
এই ঘটনার প্রতিবাদে বেলা ১২টার পর থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ প্রায় ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা। হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল