খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক সাথে মা-বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে আবুল কালাম আজাদ (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেলছড়ি ইউপির ক্যাম্পটিলা নামক এনাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়া বাবা-মা হলেন আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক।
তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত আবুল কালাম আজাদ বাড়ীতে ফিরে নেশার টাকার দেওয়ার জন্য বাবা-মাকে চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে বাবা-মাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার পর স্থানীয় ও আত্মীয় স্বজনরা অভিযুক্ত আজাদকে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ