বরিশাল মহানগর ও কোতয়ালী উত্তর শাখা জামায়াতের আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেষ্টুরেন্টে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, চরকাউয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন থানা নায়েব আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান, থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীরসহ থানা কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম