নারায়ণগঞ্জে মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও ঢাকা সামাজিক বন বিভাগের আয়োজনে শহরে মাসদাইর ঈদগাঁহ সংলগ্ন এলাকায় গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আমাদের নগরে গাছ কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা গড়ে উঠেছে। শহরজুড়ে সামান্য কিছু গাছ রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে নষ্ট করার কারণে প্রকৃতভাবে বেড়ে ওঠতে পারে না। সেই লক্ষ্যে সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেই গাছগুলো এখনো বেঁচে আছে সেই গাছগুলো স্বাবলীল ভাবে বেড়ে ওঠতে পারে।
ঢাকা সমাজিক বন বিভাগ ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কাজী মাহিনুর রহমান, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু মুন্না প্রমুখ।
মাহমুদা রোকসানা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ জেলায় মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির বাস্তবায়নে কাজ করছে বন অধিদপ্তর। তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জ জেলায় কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সহ আশেপাশে সকল গাছ থেকে পেরেক অপসারণ করে গাছকে সুরক্ষা করবো।
বিডি প্রতিদিন/এএম