যানজটে হরহামেশাই গণ-ভোগান্তি পোহাতে হয় ফেনী শহরের মানুষকে। মাহে রমজান কিংবা ঈদ আসলে শহরে যানজট কয়েকগুণ বেড়ে যায়। এবছর ছোট শহর ফেনীতে যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে প্রশাসন।
আজ রবিবার সকাল থেকে এই বিশেষ অভিযান চালানো হয়। ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা কর হয়।
এসময় শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোড, খেজুর চত্বর, প্রেস ক্লাব, এসএসকে রোড, দিঘির পাড়সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখল, অবৈধ পার্কিং, ভ্রাম্যমাণ দোকানিদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বেশকিছু দোকানির মালামাল জব্দসহ কয়েকটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুরো রমজান ব্যাপী জেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/মুসা