পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী পৌরসভায় যানজট নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফেনী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন ও ফেনীর দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল ফাহিম।
মাহে রমজানকে উপলক্ষ করে শহরের যানজট নিরসনে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে ফেনী জেলা প্রশাসন ও পৌরসভা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানে ফেনী পৌর শহরে যানজট নিরসনে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।
ফেনী শহরের বাস ও সিএনজি স্ট্যান্ডগুলোর সীমানা ও স্থান নির্ধারণ করে দিতে হবে। বাস ও সিএনজি কোন জায়গায় দাঁড়াবে, এগুলো ঠিক করতে হবে। পৌরসভার ইজারার নিয়ম অনুযায়ী বাস ও সিএনজি স্ট্যান্ড ইজারাদারদের করণীয় অবশ্যই পালন করতে হবে। এটি আমাদের শহর, এ শহরকে যানজটমুক্ত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন কারণে ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং ইত্যাদি এসব কারণে সাধারণ মানুষ নিয়ম মানতে চায় না, তাই সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নবেল চাকমা, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, র্যাব ৭-এর ডিএডি এমদাদ হোসেন, মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর শওকত হোসেন, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একিউব নবী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফরউদ্দিন, নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর আজম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি গোলাম নবী, বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা, শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি জিয়াউদ্দিন, ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন ও শরীফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল