পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় কুড়িগ্রামে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শহর শাখা। শুক্রবার বাদ আছর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে পৌর জামায়াতের আমির আব্দুর সবুর খানের সভাপতিত্বে ও শহর শাখার জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের পরিচালনায় এ র্যালি বের করা হয়।
বাদ জুমআ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু.শাহজালাল সবুজ।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকারসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। র্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম