চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘরসহ ১৫ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় পূর্ব বাজারে একটি মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
বাজারের শাহী জামে মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি ও পানি নিয়ে ছুটে যান। স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মতলব ও চাঁদপুর থেকে দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকল হয়ে গেলে আগুন নিভাতে কিছুক্ষণ বিলম্বিত হয়। এতে আগুনের লেলিয়ান শিখা পাশের দোকানগুলো তে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে ১টি মাইকের দোকান, ৫টি মুদি দোকান, ৪টি কাপড়ের দোকান, ৫টি হার্ডওয়ার দোকান ও স্থানীয় মেথরপট্টির ৫টি বসতঘর পুড়ে ছাই ভস্ম হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে আমারা কাজ করতেছি। পরে জানিয়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ