নেত্রকোনায় ফিশারিতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাঁধন মিয়া (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের সিংড়াজান গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিশারির কেয়ারটেকার নুরুল আমিনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোর ওই গ্রামের কামরুল হাসান খোকনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সিংড়াযান গ্রামের অমল দাসের পুকুরে মাছ ধরতে যায় বাঁধন মিয়া। পুকুর পাড়ে জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পানিতে পড়ে থাকলে একপর্যায়ে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, মরদেহটির হাতে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়েই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসা করার জন্য ফিশারির কেয়ারটেকার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল