কুমিল্লায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। সামাজিক বন বিভাগের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন গাছ থেকে পেরেক অপসারণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ও কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।
এসময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে জেলা প্রশাসন কার্যালয়, ফৌজদারি-পুলিশ লাইন সড়কের গাছ থেকে পেরেক ও বিলবোর্ড-ফেস্টুন অপসারণ করা হয়। কুমিল্লার সকল শ্রেণীর নাগরিক সমাজকে সচেতন করতে এই কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
কুমিল্লা সরকারি কলেজ শিক্ষার্থী সুমাইয়া মজুমদার নিহা বলেন, গাছের জীবন আছে। গাছে পেরেক বসালে গাছও কষ্ট পায়৷ আজ এই কর্মসূচির মাধ্যমে আমরা আরো বেশি সচেতন হলাম। সবার প্রতি আহবান থাকবে গাছে যেন আমরা পেরেক না বসাই।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো গাছকে সুরক্ষা দেওয়া ও মানুষকে সচেতন করা। পেরেকের মাধ্যমে গাছে যেন কোনো ব্যানার পোস্টার ফেস্টুন সাঁটানো না হয়। বিকল্প হিসেবে যেন পচনশীল পাটের রশি ব্যবহার করা যেতে পারে। পেরেক বসালে মানুষ দুর্ঘটনার শিকার হতে পারেন। এতে সমিলে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
বিডি প্রতিদিন/এএ