বাংলাদেশকে বিশ্বের সাথে এগিয়ে নিতে পতিত সরকার ডিজিটালাইজেশন করার নামে অসংখ্য প্রকল্প নিলেও তার কতখানি বাস্তবায়ন হয়েছে তা নিয়ে প্রশ্ন জনমনে। আইসিটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত দেশ গঠনে নেয়া প্রজেক্টগুলো থেকে সুফল পাচ্ছে না মানুষ।
ডিজিটালের নামে হয়েছে হরিলুট। এমন দাবি নেত্রকোনার মানুষের। কোটি কোটি অর্থ লোপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মানুষেরাই। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোতে নেই হালানাগাদ তথ্য। শুধু তথ্যই হালনাগাদ করা হয়নি। সাইটগুলোর কোনো কোনোটায় রয়েছে সাবেক সরকার প্রধানের ছবিও। এছাড়াও কিছু কর্মকর্তা বদলি হলেও রয়ে গেছে তাদেই নাম-নাম্বার।
ছাত্র জনতার আন্দোলনের ছয় থেকে সাত মাস চলে গেলেও করা হয়নি হালনাগাদ। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী, যুব ফোরমের আজিজুর রহমান সায়েম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে প্রবেশ করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টা ৫৬ মিনিটেও দেখা গেছে কভারে আওয়ামী লীগ সরকার প্রধানের ছবি। এছাড়াও নোটিশে রয়েছে ১৩/১/২২ সালের শুদ্ধাচার সংক্রান্ত নোটিশ। এমন সরকারি বিভিন্ন সাইটে প্রবেশ করে কোনোটায় দেখায় 'কুডনট বি ফাউন্ড'। একই অবস্থা উপজেলা ভিত্তিক সরকারি অফিসগুলোর সাইটেও। যদিও জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইটের সাথে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট রয়েছে ৭৪ টি। এছাড়াও জেলার দশটি উপজেলা, পাঁচটি পৌরসভারসহ সব মিলিয়ে মোট সরকারি ওয়েবসাইটের সংখ্যা প্রায় ৪৫৬টি।
এ ব্যাপারে নেত্রকোনা আইসিটি প্রোগ্রামার শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিজ নিজ দপ্তর থেকে আপডেট করবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস সকলকে বলে দিয়েছেন দ্রুত আপডেট করতে। আমরা শুধু কারিগড়ি সহযোগিতা দেই।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের কাছে একটি সাক্ষাৎকারে জানান, প্রতি মাসেই সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য আপডেট ও পরিবর্তনের জন্য সকল কর্মকর্তাকে বলা হয়। সভাতেও বলা হয়েছে। এরপরেও যদি কেউ পরিবর্তন না করে তাহলে তার বিরুদ্ধে চিঠি ইস্যু করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল